ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘তোমাদের যে অপরাধ, মনে হয় না তার জন্য ফাঁসি হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১৬ অক্টোবর ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের পর যেসব শিল্পী ও কলাকুশলীরা আত্মগোপনে চলে গেছেন, তাদের প্রকাশ্যে আসার কথা বলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, ‘তোমাদের যে অপরাধ, মনে হয় না তার জন্য ফাঁসি হবে।’

সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘ওমর সানী ভ্লগস’ পেজ থেকে মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন ওমর সানী। 

সাড়ে চার মিনিটের ভিডিওর প্রথমেই বলেন, যারা ফিল্ম ও সংগীত আর্টিস্ট, আজ তাদের নিয়ে কথা বলব। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লোকান্তরে আছো, তাদের উদ্দেশে বলছি কথাগুলো।

ওমর সানী বলেন, ‘তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই। তোমরা দল করেছো, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝে মধ্যে কিছু পকপক করেছো, এই যা। মার্ডার করো নাই তো, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে কথা বলা উচিত।’

তিনি বলেন, ‘হয়তো কিছু মানুষ গালি দিবে, তা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে। কিন্তু তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে।’

এ অভিনেতা বলেন, ‘পালিয়ে না থেকে আমার কাছে মনে হয় প্রকাশ্যে এসো তোমরা, বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার কাছে মনে হয় না তোমাদের যে অপরাধ, সেজন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা পালিয়ে থাকবে না?’

ওমর সানি বলেন, ‘পালিয়ে থাকার থেকে জেলখানায় থাকাও ভালো। এ জন্যই বলি, পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলো। ধরা দাও, প্রয়োজনে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, তবে কার দৃষ্টিতে কী বলবে তা জানি না আমি। আমার মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এ কথাগুলো বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কিন্তু কে কী ভাবছেন তা জানি না আমি।’

সবশেষ এ চিত্রনায়ক বলেন, ‘আমাদের দোষ থাকতে পারে। কেউই দোষের ঊর্ধ্বে না। এ জন্য আত্মগোপনে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সঙ্গে মিশো এবং নিজের ভুল অনুভব করো।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি