ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

না ফেরার দেশে নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গের বর্ষিয়ান নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র আর নেই।  দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কলকাতার একটি হাসপাতালে তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। 

মনোজ মিত্রের ভাই সাহিত্যিক অমর মিত্রের বরাতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিগত বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। দিন কয়েক আগে শ্বাসকষ্ট, সোডিয়াম-পটাসিয়ামের ভারসাম্যহীনতার পাশাপাশি বার্ধক্যজনিত আরও বেশ কিছু সমস্যার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। সেখানেই তিনি মারা যান।

অভিনেতা মনোজ মিত্র ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে জন্মগ্রহণ করেন। পরে ১৯৫০ সালে ১২ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে চাকরি করেছেন।

১৯৫৭ সালে কলকাতার মঞ্চ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এরপর ১৯৭২ সালে ‘চাকভাঙা মধু’ নাটকের মধ্য দিয়ে তিনি পর্দার সামনে আসেন। তিনি সিনেমায় প্রথম পা রাখেন ১৯৭৯ সালে। 

তপন সিনহার ‘বাঞ্ছারামের বাগান’-এর মতো চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিতি পান মনোজ মিত্র। পরে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘ঘরে বাইরে’ এবং ‘গণশত্রু’ তেও অভিনয় করেছেন তিনি। 

সত্যজিৎ রায় ছাড়াও বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত এবং গৌতম ঘোষের ছবিতেও নিজস্ব ঘরানায় অভিনয় করেছেন তিনি।

মনোজ মিত্র অভিনয়ের পাশাপাশি লিখেছেন শতাধিক নাটকও। ১৯৮৫ সালে সেরা নাট্যকার হিসেবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। অভিনয়ের জন্যও পেয়েছিলেন সংগীত নাটক একাডেমি পদকসহ নানা পুরস্কার। এছাড়া তিনি ছিলেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি