ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখ খানকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বলিউড বাদশা শাহরুখ খানকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ। ওই ব্যক্তি হলেন ছত্তিশগড়ের এক আইনজীবী, যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। খবর এনডিটিভির 

গ্রেপ্তার হওয়া ওই আইনজীবীর নাম মুহাম্মদ ফয়জান খান। পুলিশের ডাকে হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

যদিও হুমকির পরপরই হুমকিদাতাকে খুঁজতে গিয়ে তাঁর সন্ধান পায় মুম্বাই পুলিশ। পরে ওই আইনজীবী জানিয়েছিলেন তাঁর মোবাইল চুরি হয়ে গেছে। সে বিষয়ে থানায় ডায়েরিও করেছিলেন তিনি। তবে পুলিশের কড়া নজরদারিতে ছিলেন তিনি।

এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক।

ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছেছে তারা। পুলিশ জানিয়েছে, এই উড়োফোনের আড়ালে আছেন ফয়জান নামের এক যুবক। তাঁকে খোঁজার চেষ্টা চলছে।

এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল, বিশেষ করে লরেন্স বিষ্ণোইয়ার দলের সদস্য কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না, তা নিয়েও চলছিল তদন্ত।

প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছরটা ছিল ব্যতিক্রম। তাঁর বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তাঁর বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।

এমনকি, বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও নজর ছিল। পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন শাহরুখ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি