ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

অভিনেত্রী চমক বললেন,‘দেখেন যেইটা ভালো মনে করেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১২ নভেম্বর ২০২৪

রুকাইয়া জাহান চমক। ছোট পর্দার এই অভিনেত্রী মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বেশ সরব ছিলেন তিনি।ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, তারপর অন্তর্বর্তী সরকার গঠন- সব বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চমক।

বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন এই অভিনেত্রী। সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

তবে সম্প্রতি সময়ে কিছু বিষয়ে হতাশা প্রকাশ করলেন চমক। কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।’

মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘অতঃপর মা বুঝাইয়া কহিলো- বোবার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই।’

অভিনেত্রী কিছুটা আক্ষেপ প্রকাশ করে স্ট্যাটাসে লেখেন, ‘দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!’

চমকের সেই পোস্টে ভক্তরা মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানান।কেউ লেখেন, অন্তবর্তী সরকারের নানা উদ্যেগে হতাশ হয়েছেন অভিনেত্রী।কেই লেখেন, আন্দোলনের উদ্দেশ্য এখনো সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি চমক।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি