ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হার্ট অ্যাটাক করে হাসপাতালে তপন চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী। কানাডার মন্ট্রিয়লে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। শিল্পীর হার্ট অ্যাটাকের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

দিনাত জাহান মুন্নী বলেন, গত ২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বর্তমানে সপরিবারে কানাডায় থাকেন তপন চৌধুরী। তবে দেশের বাইরে থাকলেও স্টেজ শোগুলোতে নিয়মিত অংশ নেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কনসার্ট শেষে কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পরই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

সত্তরের দশকের শেষ দিকে গানের জগতে আসেন তপন চৌধুরীর। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও মনোযোগী হন তিনি। অসাধারণ সব গান গেয়ে শ্রোতা-দর্শকদের মনে জায়গা করে নেন এই সংগীতশিল্পী।

তপন চৌধুরীর গাওয়া উল্লেখযোগ্য গানের তালিকায় আছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’ ইত্যাদি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি