ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নায়ক মান্নার জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলা সিনেমার নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৬১ বছরে পা রাখতেন জনপ্রিয় এই নায়ক।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত 'নতুন মুখের সন্ধানে'র মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। 

মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পাগলি'।

নায়ক মান্না অভিনীত সিনেমার টুকরো অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও মানুষের পছন্দের শীর্ষে। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তিনি।

তার অভিনীত 'ত্রাস' ব্যাপক সাড়া জাগানো একটি সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত 'আম্মাজান' সিনেমার গান, অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এছাড়াও জীবদ্দশায় অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন তিনি ।

নায়ক মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, কাশেম মালার প্রেম, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, রুটি, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া, আব্বাজান ইত্যাদি।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন মান্না। মৃত্যুর পর তাকে টাঙ্গাইলের কালিহাতী নিজ গ্রামে সমাহিত করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি