ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপূর্বের সঙ্গেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:৪৩, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

জনপ্রিয় গায়ক কাম অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর কিছুদিন আড়ালে ছিলেন মিথিলা। তবে সম্প্রতি অভিনয়ে মন দিয়েছেন। সফলও হয়েছেন। ঈদের একটি নাটকে অপূর্বের সঙ্গে জুটি বেধে সফলতা পেয়ে আরও একটি নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনয়ে অপূর্বের সঙ্গেই স্বাচ্ছন্দবোধ করছেন মিথিলা।


সম্প্রতি ‘নীল ফড়িংয়ের’ গল্প শিরোনামের নতুন একটি নাটকের কাজ শুরু করেছেন তারা। নাটকটি পরিচালনা করছেন মেহেদী হাসান জনি।

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। এ পরিচালকের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। আগের কাজগুলো ভালো হয়েছে। আশা করছি এ নাটকটিও দর্শকদের পছন্দ হবে।

মিথিলা বলেন, আগেও একই পরিচালকের চিরকুটের শব্দ নামে একটি নাটকে অভিনয় করেছি। ভালো ছিল কাজটি। এ নাটকের গল্পও সুন্দর। আশা করছি ভালো কিছু হবে।

চলতি সপ্তাহের শেষের দিকে নাটকটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি