ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

কেট উইন্সলেটের নতুন মিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২ অক্টোবর ২০১৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আলোচিত মার্কিন নারী আলোকচিত্রী ও সাংবাদিক লী মিলারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। কেটের এই নতুন মিশন নিয়ে হলিউড দর্শকরা বেশ উচ্ছ্বসিত।

হলিউড রিপোটার্স জানায়, ‘নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি লী মিলারের জীবনী ‘দ্য লাইভস অফ লী মিলার’ অবলম্বনে তৈরি করতে চলেছেন ট্রয় লাম ও অ্যান্ড্রু ম্যাসন।‘ই-ওয়ান’ ও ‘হপ্সকোচ ফিচার’ এর অর্থায়নে নির্মিতব্য এ ছবিটি সহ-প্রযোজনা করছেন কেট।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লী মিলারের ছেলে অ্যান্টনি পেনরোজ বলেন, ‘ই-ওয়ান ও হপ্সকোচ’কে অসংখ্য ধন্যবাদ আমার মা লী মিলারকে নিয়ে ছবি বানানোর জন্য। কেট উইন্সলেটের মতো অভিনেত্রী এ চরিত্রে অভিনয় করছেন শুনে খুবই ভালো লাগছে।’

২০০৮ সালে ‘দ্য রিডার’ দিয়ে বাজিমাৎ করেছিলেন কেট উইন্সলেট। নতুন এ ছবিতেও অভিনয় দিয়ে দর্শক মাতাবেন তিনি- এমনটাই আশা ভক্তদের।

 

সূত্র : হলিউড রিপোটার্স

 

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি