ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

এটি ছিলো ভয়াবহ এক রাত : জেসন আলডিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৪০, ৪ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে যখন হামলা হয় সঙ্গীত শিল্পী জেসন আলডিন তখন স্টেজে গান গাইছিলেন। ঠিক তখনই দর্শকদের উপর এলোপাথারি গুলি। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে।

এ  সময় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন জেসন। নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলেও এটিকে উল্লেখ করেছেন এ গায়ক।

তিনি ইন্সটাগ্রামে লিখেন, এটি ছিলো ভয়াবহ একটি রাত। আমার জীবনের সব থেকে ভয়াবহ ঘটনা। আমি বুঝে উঠতে পারছি না কি বলা যায়। ভাষা হারিয়ে ফেলেছি। তবে আমি আর আমার মিউজিশিয়ানরা ভালো আছি। যারা কনসার্টে নিহত ও আহত হয়েছেন তাদের সবার জন্য অনেক প্রার্থনা রইলো। এটি একটি আনন্দের রাত ছিলো। কিন্তু সেটাকে নির্মমতায় পরিণত করা হলো। আমার হৃদয় একেবারেই ভেঙে গেছে।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি