ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোদ-বৃষ্টির বিকেলে আইরিনের ‘সঙ্গী’ মিলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি আনিসুর রহমান মিলন অভিনয় করেছেন ‘রোদ-বৃষ্টির বিকেল’ নামের একটি নাটকে। বোদ বৃষ্টির বিকেলে মিলনের সঙ্গী আইরিন। অভিনেত্রী আইরিন তানির কথা-ই বলছি।

ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ রিপন। রচনা ও চিত্রনাট্য করেছেন অয়ন চৌধুরী।

নাটকটি প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, নাটকটির গল্প ভাল লেগেছে। ভিন্ন লোকেশনে নাটকটি শুটিং করা হয়েছে। প্রতিটি দৃশ্য পরিচালক অতি যত্নের সঙ্গে ধারণ করেছেন। কাজটি সবার ভাল লাগবে আশা করছি।

নাটকটির শিল্প নির্দেশনায় জল তরঙ্গ এবং প্রধান সহকারী আসাদুজ্জামান সবুজ। ডিওপি ছিলেন মেহেদি রনি। মো. সারোয়ার মৃধার প্রযোজনায় নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ইশরাত নিশাত, আইরিন তানি, শাহিদুল্লাহ সবুজ, টিপু, রেইনি হাবিবা, পিন্টু, শাফিজ মামুন, রোমেল, রফিক, নুশরাত প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাগর জাহান।

শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালনা শাহনেওয়াজ রিপন।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি