ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আমার হৃদয় ভেঙ্গে গেছে : আরিয়ানা গ্রান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ৪ অক্টোবর ২০১৭

লাস ভেগাসে আয়োজিত দেশীয় গানের উন্মুক্ত কনসার্টে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন মার্কিন পপতারকা আরিয়ানা গ্রান্ডে।

এক টুইট বার্তায় তিনি জানান, ‘লাসভেগাসের ঘটনায় আমার হৃদয়টা ভেঙ্গে গেছে। এখন আমাদের প্রয়োজন ভালোবাসা, ঐক্য এবং শান্তি। পাশাপাশি সন্ত্রাসবাদকে পরিহার করা।’

উল্লেখ্য, লাস ভেগাসে আয়োজিত দেশীয় গানের উন্মুক্ত কনসার্টে গান গাইছিলেন গায়ক জেসন আলডিন। তখন হঠাৎ করেই গুলির আওয়াজ শোনা যায়। বন্ধ হয়ে যায় গান। কনসার্টের ভেন্যুর পাশেই অবস্থিত হোটেল মান্দালয় বে’র ৩২তম ফ্লোর থেকে কনসার্টে আসা মানুষের দিকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করেন হামলাকারী স্টিফেন প্যাডক।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি