ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

লাস ভেগাসে হামলা

শো বাতিল করলেন জেনিফার লোপেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:৩০, ৪ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত কনসার্টে হামলায় ৫৯ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে নিজের কনসার্ট বাতিল করেছেন জেনিফার লোপেজ। চলতি সপ্তাহেই ওই শো হওয়ার কথা ছিল।

জেনিফারের প্রতিনিধি বলেন, এই রকম বিয়োগান্তক ঘটনা ঘটায় তিনি খুব কষ্ট পেয়েছেন। শো’র পরবর্তী তারিখ পূনঃরায় জানানো হবে।

উল্লেখ্য, গত রবিবার স্টিফেন প্যাডক (৬৪) নামের এক আমেরিকান নাগরিক তার হোটেলকক্ষ থেকে কনসার্ট লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে প্রায় ৫৯ জন নিহত ও ৫০০ মানুষ আহত হয়। সেদিন কনসার্টে গাইছিলেন শিল্পী জেসন আলদিয়ান। তিনিও তার পরবর্তী কনসার্ট বাতিল করে দিয়েছেন।

 

সূত্র : রয়টার্স

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি