ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ত্রিমুখী অনুভূতির গল্প ‘ব্রেকআপ-৩’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

নিজের ওপর ক্ষোভ প্রকাশ করে প্রতিদিন একটা করে চিরকুট লিখে রুমের এক এক জায়গায় ঝুলিয়ে রাখে বর্ণ। সে অপরাধবোধে ভোগে প্রত্যেকটা দিন। দিনগুলো এভাবেই কাটে তার। অবশেষে বন্ধুর বুদ্ধি নিয়ে নতুন করে কোনো একটা নতুন ফ্রেন্ড বানানোর সিদ্ধান্ত নেয় বর্ণ।

আবারও চিরকুট লিখতে শুরু করে। যা সে আকাশের উদ্দেশ্যে উড়ানোর পরিকল্পনা করে। একটা চিরকুট লিখে কিছু উড়ন্ত বেলুন নিয়ে একটা ছোট বোতলে করে তা আকাশের উদ্দেশ্যে উড়িয়ে দেয় বর্ণ। প্রায় কিছুদিন পর থেকে সেই চিঠির উত্তর আসতে থাকে বর্ণের ঠিকানায়। দুজনার মধ্যে খুব ভালোভাবে কথা হতে থাকে।

বর্ণও ধীরে ধীরে কিছু সমাধান খুঁজে পায় চিঠি বন্ধুর কাছ থেকে। ভালো লাগে বিষয়টা বর্ণের। কিন্তু বর্ণ এটাই জানেনা যে সে কার সঙ্গে কথা বলছে, সেকি মেয়ে না ছেলে। এমন একটা বিষয়ের পর বর্ণ একদিন তাকে দেখা করার অফার করে শুধু মাত্র বন্ধুর দাবি নিয়ে।

মায়া প্রথমে রাজি না হলেও পরে সে দেখা করার জন্য রাজি হয়। বর্ণ অপেক্ষা করে তার জন্য। কিছু সময় পর মায়া সেখানে এসে হাজির হয়। বর্ণ মায়াকে দেখে চিনে ফেলে। ওরা দুজনই পূর্ব পরিচিত। গল্প এগিয়ে যায় ফ্ল্যাশ ব্যাকে। সেখানে বেরিয়ে আসে আরেক চরিত্র স্মৃতি। তখন গল্পটা হয়ে ওঠে ত্রিমুখী অনুভূতির।

এমন গল্পেই নির্মিত হয়েছে নাটক ‘ব্রেকআপ-৩’। এটির রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। এতে বর্ণ চরিত্রে অপূর্ব, মায়া চরিত্রে শখ ও স্মৃতি চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুন্দরী মৌসুমী হামিদ। বিভিন্ন চরিত্রে আরও আছেন কাজী উজ্জ্বল, অনন্যা, বাশার বাপ্পি, অন্তু খান প্রমুখ।

নির্মাতা জানিয়েছেন, নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ১০ টা ৫৫ মিনিটে।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি