ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

এভ্রিলকে ইঙ্গিত করে ফেসবুকে যা লিখলেন ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৫ অক্টোবর ২০১৭

জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে মন্তব্যের শেষ নেই। যে যার মত করে ভালো-মন্দ মন্তব্য করছেন। কেউ তার এই প্রতারণাকে ঘৃণা করে তাকে বেফাঁস কথা বলছে। আবার কেউ তার সংগ্রাম ও প্রতিবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিচ্ছে প্রেরণোমূলক মন্তব্য। একই ভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

ফারিয়া এভ্রিলকে ইঙ্গিত করে তার ফেসবুক পেজে লিখেছেন- ‘যা দেখলাম গ্রামের মেয়েগুলাই বেশি স্মার্ট। আগে দুই-তিনটা বিয়ে করে কী সুন্দর মুখের উপর বলে দেয় আমি বিয়ে করি নাই।’

কাবিন, ভিডিও ছবি থাকার পরও একবার মনে হয় না, সব কিছু সবাই জেনে যাবে একদিন। জেনে যাওয়ার পরও দেখি খুব আত্মবিশ্বাস নিয়ে বলে আসে এসব মিথ্যা!

অনেক হাসি পেল। অবশ্য এদের দোষ দিয়ে লাভ কী? আমাদের দেশের নায়িকারাই তো এদের আইডল। বিয়ের ছবি, বাসরের ছবি, চুমু দিয়ে জড়িয়ে ধরার ছবি, কাবিনের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন।

এমনকি নামও জরিনা থেকে হয়ে যায় জ্যাকলিন, বোরকা থেকে বিকিনি। আমারাই দেখি অনেক পিছিয়ে আছি। একটা বিয়ে করারও দুর্ভাগ্য হলো না। নাম বদলে ফেলা তো অনেক দূরের কথা।

(ফারিয়া শাহরিনের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি