ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সেন্সরে জমা দেওয়ার অপেক্ষায় মাহির ‘জান্নাত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ৫ অক্টোবর ২০১৭

সেন্সরে জমা দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে মাহি ও সাইমন অভিনিত সিনেমা ‘জান্নাত’। অল্পদিনের মধ্যেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে। জানালেন সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

পরিচালক বলেন, আশা করি, এর গল্প, মেকিং ও গান দর্শক পছন্দ করবেন।

এ বিষয়ে মাহি বলেন, ছবির নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এ ছবির গল্পের পাশাপাশি গানগুলো বেশ চমৎকার হয়েছে।

ছবির নায়ক সাইমন বলেন, আমি ও মাহি ‘পোড়ামন’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছিলাম। ওই সিনেমাটি মুক্তির পর দর্শকপ্রিয়তা পায়। অনেকদিন পর আবারো আমার ও মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। আমার বিশ্বাস, এ ছবিটিও দর্শক পছন্দ করবেন।

ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি