ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ের জন্য বাঁধনের আকুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

শত প্রতিকূলতা সত্ত্বেও একমাত্র মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মেয়ের জন্য খুব একটা অভিনয়েও সময় দিতে পারছেন না তিনি। এবার সেই মেয়ের জন্যই সবার কাছে সহযোগিতা চাইলেন বাঁধন।

জানা গেছে, স্বামী সনেট মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সনেট নাকি মেয়েকে তার কাছ থেকে আলাদা করে কানাডা নিয়ে যেতে চান।

শুধু সনেটই নয়, সনেটের বর্তমান স্ত্রীর কাছ থেকেও একই হুমকি পেয়েছেন বলে জানান বাঁধন। তাই মেয়েকে হারানোর ভয় ও তার ভবিষ্যত নিয়ে তাই সঙ্কিত হয়ে পড়েছেন এ অভিনেত্রী।

বাঁধন গণমাধ্যমকে বলেন, একজন সংস্কৃতিকর্মী বা গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেই এ পরিস্থিতি থেকে পরিত্রাণে আপনাদের কাছ থেকে সাহায্য চাই।

তিনি আরও বলেন, এতদিন আমি ও আমার মেয়ের প্রতি সনেট যে অবহেলা ও দায়িত্বহীনতা দেখিয়েছেন, আমাকে যেভাবে নিগ্রহ করেছেন, আমার সঙ্গে যেসব নির্যাতনমূলক আচরণ করেছেন, আমার বাবা-মা-ভাইসহ আমাদের পরিবার ও আত্মীয়স্বজনদেরকে যে ধরনের উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রেখেছেন, মা হিসেবে শুধু আমার মেয়ের মানসিক দিকের কথা ভেবে সেসব বিষয় সবসময় চেপে গেছি। মেয়েটিকে সামাজিক অবজ্ঞা বা বিদ্রুপের মুখে পড়তে হবে এই ভয়ে দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে চেয়েছি। এমনকি তার কাছ থেকে বিয়ে বিচ্ছেদের নোটিশ পাওয়ার পরও সম্পর্কটি পুনরুদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু গণমাধ্যমে সনেট আমাকে নিয়ে যা যা বলছেন বলে জানতে পারছি, তা শুধু অরুচিকর ও স্থুলই নয়, একইসঙ্গে ভয়াবহও বটে।

উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে স্বামী সনেটের সঙ্গে ডিভোর্স হলেও কয়েকদিন আগেই তা গণমাধ্যমে আসে। সেই থেকেই গত কয়েকদিন ধরে মিডিয়া জুড়ে আলোচনা অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ ও তার মেয়েকে নিয়ে। মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই ডিভোর্সের বিষয় গোপন রেখেছিলেন বলে জানান বাঁধন। মেয়েকে যেন তার কাছে রাখতে পারেন সেজন্য গত ৩ আগস্ট মামলাও করেন বাঁধন।

 

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি