ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:০২, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আজ শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলারধর্মী বাংলা চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। এর আগে (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স হল ৩ ও ৪-এ একযোগে ২টি প্রিমিয়ার হয় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটির।

বাংলাদেশের সিনেমাতে বরাবরই অপরাধ হওয়ার পর স্পটে দেখা মেলে পুলিশকে। কিন্তু প্রচলিত এই ধারণাকে পাল্টে দিতেই একদল চৌকস পুলিশের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ঢাকা অ্যাটাক’।

আলোচিত এই ছবিটি দেশজুড়ে মুক্তি পাচ্ছে ১২৫টি হলে।

বৃহস্পতিবার এর প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এসবি প্রধান জাবেদ পাটোরয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্য কলাকুশলীবৃন্দ।

ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহী। দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমা নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে।

 

এসএ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি