ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ডিভোর্সের কথা স্বীকার করলেন মিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:১৩, ৮ অক্টোবর ২০১৭

কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো ডিভোর্স হয়েছে পপ গায়িকা মিলার। কিন্তু গণমাধ্যমকে সেই কথা প্রকাশ করেননি তিনি। সে সময় এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই পপ স্টার। কিন্তু সত্যিই ডিভোর্স হয়েছে মিলার। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিলা তার ফেসবুকে ডিভোর্সের বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

অবশ্য বৃহস্পতিবার থেকেই এই সংবাদ সবার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ওইদিন মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় স্বামী পারভেজ সানজারি বিরুদ্ধে একটি মামলা করেন। পরিপ্রেক্ষিতে পারভেজ সানজিরকে গ্রেফতার করে পুলিশ।

মিলা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাঁ, আমি ডিভোর্স দিয়েছি। পারভেজ সানজার সঙ্গে ১০ বছর প্রেম করার পর বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় জানতে পারি আমার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত। আমার স্বামী ক্রমাগত আমার সঙ্গে প্রতারণা করতে থাকে। বিয়ের আগে যখন আমরা ডেটিং করতাম তখনও একাধিক নারীর সঙ্গে প্রেম করে আমার সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল সে। এমন প্রতারকের সঙ্গে বসবাস করা অসম্ভব।’

ইংরেজিতে দেওয়া মিলার পোস্টটি পাঠকদের উদ্দেশ্যে যা তুলে ধরা হলো :

 

‘Yes, I am getting a divorce. We got married after 10 years of relationship but only 13 days after our marriage, I got to know about his affairs with more than one women. He was continuously cheating on me while we were dating and he continued to cheat even after our marriage with multiple women.

I cannot live with someone who does this even after such a long relationship. Life is nothing without honesty. No one deserves someone who can do this to his newlywed wife.

This is not about being an artist or celebrity. This is about having a minimum decent and respect towards his or her spouse.

I cannot accept this as a human being. No one should. No man will tolerate his wife having an affair with another guy, no woman should accept it either.

So for the love of my work and music, I want to move on with my life. My biggest achievement of my love is my fans and audience. They have not forgotten me after so many years.

But in choosing life partner after 10 years of relationship, I found proof of his betrayal.

Still i tried to save the marriage,,

But he started denying the marriage and extreme misbehave with me..

After trying everything i hv spoke to the MD of US BANGLA AIRLNE MR,Mamun and let him know that what is going on with me so that he can make my husband understand that we have a social status and not to ruin it doing such shameful acts,

MD said he will talk to him and wanted to know the names of the air hostages my husband was having illegal affaires..

He told me to keep patience..which i did..but nothing changed !!

Not only was I taking mental abuse from him, I was also a victim of physical abuse from time to time and finally I had enough and realised I could no longer be a victim especially where so many young girls look up to me as a role model. I needed to take my fate into my own hands and get out of this miserable situation. I asked my family for help and they took me Uttara Thana where I filed a case under Nari O Shishu Nirjaton Domon Ain 2000 (amended 2003) after which the Police arrested him.

No women or man should have to live like this no matter what her or his position in society is.

Thanks to all my family, fans and well wishers for all your love and support.

Love, Mila’

 

উল্লেখ্য, গত ১২ মে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল মিলা ও পারভেজের। পারভেজ সানজারি বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সে বৈমানিক হিসেবে কর্মরত। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কাজ করেছেন পারভেজ।

 

/এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি