ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওনকে চাইছেন শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এক সময়ের পর্নোস্টার, বর্তমানের বলিউড সেনসেশন সানি লিওন। তার সঙ্গে রসায়নে মিলতে চাইছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।

জানা গেছে, উত্তম আকাশের ‘মামলা হামলা ঝামেলা’র শুটিং শুরু হচ্ছে নভেম্বরে। এই ছবিতে দুটি আইটেম গান থাকবে। একটিতে পারফর্ম করবেন নায়িকা বিদ্যা সিনহা মিম। আরেকটি গানে পারফরম্যান্সের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কাছে সানি লিওনের নাম প্রস্তাব করেছেন নায়ক শাকিব খান।

প্রযোজক সেলিম খান জানান, সানি লিওন হলে আমার ছবির প্রচারণা বাড়বে অনেক। দর্শকও আকৃষ্ট হবে। মুম্বাইয়ের ছবিতে সানি যে ধরনের পোশাক পরে থাকেন, আমরা তেমন পোশাক পরাব না। শালীনতা বজায় রেখেই গানের দৃশ্যায়ন করব। এ সপ্তাহেই কলকাতা যাবেন শাকিব। সানির সঙ্গে যোগাযোগ করার জন্য তাকেই দায়িত্ব দিয়েছি। আমি বাজেট নিয়ে ভাবছি না, ভাবছি কিভাবে দর্শককে হলে টেনে আনা যায়।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি