ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

‘টাইটানিক’র পর `অ্যাভাটারের` সিক্যুয়েলে কেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৭ অক্টোবর ২০১৭

ক্যামেরনের `টাইটানিক’ সিনেমার পর এবার `অ্যাভাটারের` সিক্যুয়েলে অভিনয় করবেন কেট উইন্সলেট। নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে ২০ বছর পর কাজ করতে যাচ্ছেন তিনি। ক্যামেরনের `টাইটানিক` (১৯৯৭) ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেলেও এ নির্মাতার ছবিতে আর দেখা যায়নি কেটকে।

ক্যামেরন নির্মিত ব্যবসাসফল `অ্যাভাটারের` ছবির চারটি সিক্যুয়েল নির্মাণ করা হচ্ছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া এ ছবির সিক্যুয়েলেই কেট অভিনয় করবেন। তবে কতগুলো সিক্যুয়েলে তিনি অভিনয় করবেন তার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

`অ্যাভাটার টু` আসবে ২০২০ সালের ১৮ ডিসেম্বর। পরেরগুলো মুক্তি পাবে যথাক্রমে ২০২১ সালের ১৭ ডিসেম্বর, ২০২৪ সালের ২০ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৯ ডিসেম্বর।

 

সূত্র : স্ক্রিনরান্ট

 

এসএ/এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি