ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মাফিয়া চক্রের সক্রিয় সদস্য ফারজানা ছবি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অপরাধ জগতের সক্রিয় সদস্য অভিনেত্রী ফারজানা ছবি। মাফিয়া চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। একের পর এক বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছেন। এমনকি ড্রাগ সেবনও শুরু করেছেন। তবে বাস্তবে নয়; নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন ছবি।

দীপঙ্কর দীপনের ‘টক্কর’ শীর্ষক একটি ধারাবাহিকে এমন চরিত্রে দেখা যাচ্ছে ফারজানা ছবিকে। এই চরিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

চরিত্রটি প্রসঙ্গে ছবি বলেন, এই ধারাবাহিকে আমি আফসানা ভূমিকায় অভিনয় করছি। গল্পে আফসানা জীবনের টানাপড়েনে হতাশ হয়ে পড়ে। এদিকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার খুব কাছের মানুষটি। এক সময় সে ড্রাগ সেবন শুরু করে। তারপর সেখান থেকে আফসানা মাফিয়া চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এ ধারাবাহিকটি ছাড়াও ছবির আরও ৩টি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিক ৩টি হলো অরণ্য আনোয়ারের ‘বন্ধু বটে’, কায়সার আহমেদের ‘রূপালী প্রান্তর’ ও বিপ্লব হায়দারের ‘মগের মুল্লুক’।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি