ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চঞ্চল খুশী ও মিলির ‘পোস্ট গ্র্যাজুয়েট’ প্রশংসিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ছোট পর্দার তিন তারকা চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী ও ফারহানা মিলি অভিনিত ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’ দর্শপ্রিয়তা পাচ্ছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবহিকটি প্রচার হচ্ছে এনটিভিতে।

নাটকটিতে চঞ্চল চৌধুরী পলাশ চরিত্রে, শাহানাজ খুশী চরিত্রে এবং ফারহানা মিলি আশা চরিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে নাটকটি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে চরিত্রে মনোযোগী থেকে অভিনয় করে যাওয়া। যথারীতি আমি তাই করে যাচ্ছি। বাকিটা নির্ভর করছে দর্শকের ওপর। তারাই নাটকের ভালো-মন্দ বিচার করবেন। আমরা সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করছি।

শাহনাজ খুশী বলেন, নাটকে আমি স্বনামেই অভিনয় করছি এবং শুরু থেকেই আমার চরিত্রটি আমি যথাযথভাবে করে যাবার চেষ্টা করছি।

ফারহানা মিলি বলেন, এ নাটকে আমি আশা চরিত্রে অভিনয় করছি। সবমিলিয়ে আমরা একটি ভালো কাজ দর্শককে দেওয়ার চেষ্টা করছি। দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি