ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুরনো প্রেমিকার কাছে শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অবশেষে পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন শাহরুখ খান। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। আর শাহরুখের এই পুরনো রিল লাইফ প্রেমিকা হলেন জুহি চাওলা।

`‍মিড-ডে`‍ সূত্রের খবর, আনন্দ রাই-এর পরিচালনায় ফের একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ-জুহি। অবশেষে জুহি ওই ফিল্মে শাহরুখের নায়িকা হচ্ছেন না। আনন্দ রাই-এর ফিল্মে নেহাতই ক্যামিও চরিত্রে দেখা ‌যাবে জুহিকে।

`‍মিড-ডে`‍  সূত্রে আরও জানা গেছে, গত বৃহস্পতিবার, কিং খান তাঁর আপকামিং টেলিভিশন শো, `TED টকস ইন্ডিয়া : ন্যয়ি সোচ`-এর প্রেস কনফারেন্স শেষ করার পরই হোটেলের লনে জুহির সঙ্গে শ্যুট করতে চলে ‌যান শাহরুখ।

প্রসঙ্গত, ৯০’র দশকে জুহির সঙ্গে শাহরুখের জুটি ছিলো বেশ হিট। একাধিক সিনেমায় দেখা গেছে এই জুটিকে। ১৯৯২-এ ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’‍, ১৯৯৩-এ ‘‍ডর’‍, ১৯৯৮-এ ‘‍ডুপ্লিকেট’‍ সহ এই জুটির একধিক সিনেমাই বেশ ভালোই সাড়া ফেলেছিল বক্স অফিসে।

 

সূত্র : জি নিউজ

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি