ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০০ কোটি ছাড়িয়েছে বরুণের ‘জড়ুয়া টু’র আয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মুক্তির এক সপ্তাহের মধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে বলিউড সিনেমা ‘জড়ুয়া টু’। বলিউড বক্স অফিসে এক নম্বরে অবস্থান করছে সিনেমাটি। চলতি বছরে শাহরুখ খানের (জব হ্যারি মেট সেজাল) ও সালমান খানের (টিউবলাইট) মতো ছবি ফ্লপ হলেও বরুণের ‘জড়ুয়া টু’ হয়ে গেছে সুপারহিট।

গত ২৯ সেপ্টেম্বর মুক্তির পর ৭ দিনেই ‘জড়ুয়া টু’ আয় করেছে ১০০ কোটি রুপিও বেশি। শুধু ভারতেই এর আয় হয়েছে ১০২ কোটি ৩৩ লাখ রুপি। ভারতের বাইরে অন্যান্য দেশে ‘জড়ুয়া টুর  আয়ের পরিমাণ ২৬ কোটি ৩৩ লাখ রুপি।

পরিবেশনা সংস্থা ফক্স স্টার স্টুডিওস টুইটারে জানিয়েছে, ৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটির ঘরে আট দিনে সব মিলিয়ে এসেছে ১৫৭ কোটি ৬৯ লাখ রুপি (ভারতে ১৩১ কোটি ১৯ লাখ রুপি ও অন্যান্য দেশে সাড়ে ২৬ কোটি রুপি)।

উল্লেখ্য, ‘জড়ুয়া টু’ ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের হাসির ছবি ‘জড়ুয়া’র রিমেক। ‘জড়ুয়া টু’তেও দেখা গেছে যমজ ভাই প্রেম ও রাজার মজার মজার কাণ্ডকারখানা। দুটি ছবিরই পরিচালক বরুণের বাবা ডেভিড ধাওয়ান ও প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা।

 

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি