ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফ্রিদির ভীষণ ফ্যান জেরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:৫৩, ৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বুমবুম আফ্রিদির ফ্যানের অভাব নেই। তবে নতুন খবর হচ্ছে বলিউড অভিনেত্রী জেরিন খান নাকি তাকে ভীষণ পছন্দ করেন। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে বলিউড পাড়ায় এ নিয়ে গুঞ্জন শুরু হয়।

ঘটনার শুরু পাকিস্তানের টি১০ ক্রিকেট লিগে পাখতুন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচনের পর। সুন্দরী জেরিন খানকে এই ফ্র্যাঞ্চাইজির অ্যাম্বাসেডর করা হয়। এর পরেই নিজের মনের কথা প্রকাশ করেন জেরিন।

জেরিন খান জানান, শহীদ আফ্রিদির চেহারা ও চুলের স্টাইলে তিনি ‘ফিদা’। এ কারণেই তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করছেন।

জেরিন বলেন, ‘আফ্রিদি যেদিন থেকে প্রথমবার ক্রিকেট খেলতে নেমেছিল, সেদিন থেকেই আমি ওর ফ্যান। মনে রয়েছে ও একটা ম্যাচে ৩২ অথবা ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল। ওর চুলের কেতা ও লুকসের আমি ভীষণ ভক্ত।’

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি