ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌসুমীর ছেড়ে দেওয়া পদে শপথ নিচ্ছেন নিপুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে মৌসুমীর ছেড়ে দেওয়া পদে শপথ নিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। বুধবার বিকেল ৪টায় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করাবেন নিপুণকে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে বুধবার (১১ অক্টোবর) শপথ নেবেন  চিত্রনায়িকা নিপুণ। ওইদিন এফডিসির শিল্পী সমিতির অফিসে তাকে শপথ পাঠ করানো হবে।

জায়েদ খান আরও বলেন, ওইদিন আরও কিছু চমক দেওয়া হবে। সিক্রেট বিষয়টি সিক্রেটই থাকুক।

উল্লেখ্য, ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করে মিশা-জায়েদ প্যানেল। অন্য প্যানেল থেকে চিত্রনায়িকা মৌসুমীও কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হন। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে গেল ৩ জুলাই পদত্যাগ করেন মৌসুমী।

তার পরিবর্তে গত আগস্ট মাসে শিল্পী সমিতির কমিটির সম্মতিক্রমে নিপুণকে সদস্য করা হয়। এর প্রেক্ষিতে বুধবার আনুষ্ঠানিকভাবেই শপথ নেবেন নিপুণ।

গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ৩৪৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী। মৌসুমী নির্বাচনে অংশ নিয়েছিলেন ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে।

 

এসএ/এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি