ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

শাকিরা-পিকের বিচ্ছেদ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৯ অক্টোবর ২০১৭

দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন শাকিরা-পিকে! এর আগেও বিচ্ছেদ নিয়ে বেশ কয়েক বার গুঞ্জন উঠলেও প্রতিবার সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন দু’জনেই। যখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, শাকিরা নিজেই সামনে এসেছেন। পিকের প্রশংসা করেছেন তিনি। কিন্তু এবার ঘটেছে উল্টো। সত্যি সত্যিই বিচ্ছেদ ঘটতে যাচ্ছে তাদের।

সংবাদ সংস্থা ডেইলি মেইল জানিয়েছে, এমন কিছু মারাত্মক ঘটনা ঘটেছে যার জেরে শাকিরা নিজেই তাঁদের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী কারণে শাকিরা এই সিদ্ধান্ত নিয়েছেন তা পরিস্কার করে জানা যায়নি।

শাকিরা ও পিকে-কে শেষবারের মত গত জুনে এক সঙ্গে দেখা গিয়েছিল আর্জেন্টিনায়। মেসির বিয়েতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও পোস্ট করেন শাকিরা। কিন্তু অবশেষে সেই মধুর সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে।

উল্লেখ্য, সাশা ও মিলান নামে শাকিরা-পিকের দুইটি সন্তান রয়েছে।

 

সূত্র : ডেইলি মেল

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি