ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হৃতিক-কঙ্গনা দ্বন্দ্বে ফারহানের খোলা চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে গরম খবর হৃতিক রোশন-কঙ্গনা রানাওয়াতের দ্বন্দ্ব। একের পর এক সংবাদ মাধ্যমে তাদের নিয়ে প্রকাশ হচ্ছে গরম গরম সংবাদ। বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন কঙ্গনা। হৃতিক এতদিন চুপ ছিলেন। এবার তিনিও মুখ খুলেছেন এ ব্যাপারে।

বলিউড ও বলিউডের বাইরের অনেকেই এ ব্যাপারে নিজস্ব মতামত দিয়েছেন। কেউ বলছেন, হৃতিক দোষী তো কেউ বলছেন, কঙ্গনা।

এবার এ নিয়ে খোলা চিঠি লিখেছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে নিজের মতামত দিয়েছেন তিনি।

ফারহান লিখেছেন, হৃতিক-কঙ্গনা দ্বন্দ্ব নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তাতে প্রথম থেকেই সহযোগিতা করেছেন রাকেশ রোশন পুত্র। যাবতীয় দরকারি তথ্য এমনকী নিজের ফোন ও ল্যাপটপ তুলে দিয়েছেন তদন্তকারী অফিসারদের হাতে। কিন্তু নানা অজুহাতে তা কাটিয়ে দিয়েছেন কঙ্গনা। হৃতিকের মেইল অ্যাকাউন্টে হাজারের ওপর যৌনউত্তেজক ইমেল রয়েছে।

কঙ্গনার দাবি, তিনি সেগুলো লেখেননি। হৃতিকই তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে নিজের মেইল আইডিতে সেগুলো পাঠিয়েছিলেন। অথচ একইসঙ্গে তাঁর দাবি, হৃতিকের সঙ্গে তাঁর ৭ বছর সম্পর্ক ছিল। তা হলে সামান্য মেইলের জন্য হৃতিককে কঙ্গনার অ্যাকাউন্ট হ্যাক করতে হল কেন।

নিজেদের ঘনিষ্ঠতা প্রমাণে একটি ছবি শেয়ার করেন কঙ্গনা। কিন্তু তা যে জাল তা তো প্রমাণিত হয়েছে।

অপরদিকে পরিচালক করণ জোহর টুইটারে এই চিঠি শেয়ার করেছেন। লিখেছেন, সুন্দর লিখেছ ফারহান। এটা গুরুত্বপূর্ণ… এটাই সত্যি।

 

সূত্র : এবিপি

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি