ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

শাকিবের বাড়িতে শেষ হলো অপুর শুটিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ১০ অক্টোবর ২০১৭

গত দু’দিন ধরে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। অনেকদিন বিরতির পর সিনেমার শুটিং করতে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। নতুন খবর হচ্ছে- শাকিব খানের বাড়িতে ‘পাংকু জামাই’ ছবির শুটিং শেষ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এটি শাকিবের শুটিং হাউস জান্নাতে।

রোববার শাকিব খানের শুটিং হাউস জান্নাতে ছবির শেষ কিছু দৃশ্যের শুটিং করেন তিনি। এর আগে গত শনিবার এফডিসিতে আবদুল মান্নান পরিচালিত ছবিটির শুটিং করেন অপু।

পরিচালক আবদুল মান্নান বলেন, ‘গত দুই দিন আমরা ‘পাংকু জামাই’ সিনেমার শুটিং করেছি। এতে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। শনিবার এফডিসিতে শুটিং করেছি। আর রোববার শুটিং করেছি পূবাইলে অবস্থিত শাকিব খানের শুটিং হাউস জান্নাতে। এর মধ্য দিয়ে অপু বিশ্বাসের অংশের শুটিং শেষ হয়েছে।

তিনি আরও জানান, ছবিতে শাকিব খানের আরো দুদিন শুটিং বাকি আছে। আমরা শাকিব খানকে নিয়ে দুই দিন আরো শুটিং করব। তবে শাকিব ১২ তারিখ কলকাতায় যাবেন। সেখান থেকে ফিরে এসে আমাদের সময় দেবেন।

উল্লেখ্য, ‘পাংকু জামাই’ ছবিতে  শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, পুষ্পিতা পপি, মিশা সওদাগর প্রমুখ।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি