ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

শাকিরা-পিকের বিচ্ছেদের খবর গুজব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১০ অক্টোবর ২০১৭

গতকালও গরম খবর ছিলো বিবাহ বিচ্ছেদ করে বার্সেলোনা থেকে নিজের বাড়িতে চলে গিয়েছেন শাকিরা। কিন্তু সেই খবর মিথ্যে বলে প্রকাশ করলেন শাকিরার মুখাপাত্র।   

হোলা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মুখাপাত্র বলেছেন, শাকিরা ও পিকের মধ্যকার সম্পর্কের বন্ধন আগের মতই অটুট আছে। সব কিছুই স্বাভাবিক। যে খবরটি ছড়িয়ে পড়েছে বিষয়টি পুরোই গুজব।

তিনি বলেন ‘যারা পিকের ক্ষতি চান’ তারাই এই ‘গুজবটি’ছড়িয়েছে।

এর আগে বেশ কয়েক বার গুঞ্জন উঠেছিল শাকিরা-পিকের বিচ্ছেদ নিয়ে। কিন্তু প্রতি ক্ষেত্রেই সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন দু’জনেই। যখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, শাকিরা সামনে এসেছেন।

 

সূত্র : হোলা

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি