ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অমিতাভের জন্মদিন উপলক্ষে নভ্যার ফেসবুক পোস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

নভ্যা নভেলি নন্দা। অমিতাভ বাচ্চনের নাতনি। বলিউড বসের নাতনি হওয়াতে অহংকার তো থাকতেই পারে। এ জন্য সে গর্বিতও বটে। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্টার স্ট্যাটাস পেয়েছেন নভ্যা। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। কাল দাদুর ৭৫তম জন্মদিন স্মরণ করতে একটি স্পেশাল ছবি শেয়ার করলেন নভ্যা।

ছবিতে দেখা যায় হাত ধরে হাঁটছেন দাদু-নাতনি। ক্যাপশনে নভ্যা লিখেছেন, ‘দাদু এমন একজন, যাঁর চুলে রূপো এবং হৃদয়ে সোনা।’

জলসায় তোলা এই ছবি এই মুহূর্তে ভক্তদের পছন্দের তালিকার শীর্ষে।

বলিউড সূত্রে খবর, জন্মদিনে কোনো অনুষ্ঠান করছেন না অমিতাভ। ঐশ্বরিয়া রায় বাচ্চনের বাবা কৃষ্ণরাজ রায় চলতি বছরে প্রয়াত হয়েছেন। সে কারণে এ বছর কোনও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করছেন না বাচ্চন পরিবার। 

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি