ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’ এর নতুন ট্রেলার প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১০ অক্টোবর ২০১৭

‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এই সিরিজের নতুন সংযোজন ‘স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই’। মুক্তির দুই মাস আগে দর্শকের সামনে দ্বিতীয় ট্রেলার নিয়ে হাজির হয়েছে নতুন এই সংযোজন। নির্মাতা রায়ান জনসনের পরিচালনায় এটি স্টার ওয়ার্সের পরিণতির ত্রয়ী চলচ্চিত্রের দ্বিতীয় নির্মাণ।

নতুন সিরিজে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, ক্যারি ফিশার, মার্ক হ্যামিল, ডেইজি রিডলি প্রমুখ।

ট্রেলার নিয়ে এরই মধ্যে উচ্ছ্বসিত স্টার ওয়ার্সের ভক্তরা। পরিচালক রায়ান জনসন ছবির রহস্য আর নতুনত্ব ধরে রাখতে ডিসেম্বরে এর মুক্তির দিন পর্যন্ত দর্শকদের অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বড়দিনের সময় ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ ডিসেম্বরে মৃত্যুর আগে ক্যারি ফিশার প্রিন্সেস লেইয়া’র চরিত্রে ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’-এর জন্য শুটিং শেষ করে গিয়েছিলেন।

 ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে...

সূত্র : ই-নিউজ

 

ট্রেলার লিংক :

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি