ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবার একসঙ্গে আমির-প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আমির খানের সঙ্গে এই প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের বিউটি কুইন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় বিমানবাহিনীর পাইলট রাকেশ শর্মার বায়োপিকে আমির খানের সাথে দেখা যাবে সাবেক এই বিশ্বসুন্দরীর।

প্রথমে শোনা যাচ্ছিলো রাকেশ শর্মার বায়োপিকে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। তবে তিনি এখানে একজন নভোচারীর চরিত্রে অভিনয় করবেন জানা গেছে।

বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা আমির খানের সঙ্গে কখনো অভিনয় করেননি এই বলিউড সুন্দরি।

বলিউডের বড় তিন খান- আমির খান, সালমান খান ও শাহরুখ খানের মধ্যে সবার সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে মাত্র কয়েকজন নায়িকার। এই তালিকায় আছেন মাধুরী দীক্ষিত, কাজল, রানী মুখার্জি, আনুশকা শর্মা, কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফ। সবকিছু ঠিক থাকলে এই তালিকায় যুক্ত হবে প্রিয়াঙ্কার চোপড়ার নামও।

এদিকে প্রথমবারের মতো আমিরের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ভেবে ভীষণ রোমাঞ্চিত ৩৫ বছর বয়সী নায়িকা ।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমআর/এআর

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি