ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অমিতাভের জন্য স্পেশাল গিফট তৈরি করেছে আরাধ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৩৬, ১২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আজ বুধবার ৭৫ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। কিন্তু আজ কোনো সেলিব্রেশন নেই বচ্চন পরিবারে। চলতি বছর ঐশ্বরিয়া রায় বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাইয়ের প্রয়াণের কারণে কোনো অনুষ্ঠান পালন করছেন না বচ্চন পরিবার। কিন্তু অমিতাভ এই দিনটা একেবারে নিজের মতো করে কাটাচ্ছেন।

জন্মদিনটা পরিবারের সঙ্গে মলদ্বীপে কাটাচ্ছেন অমিতাভ। অভিষেক, ঐশ্বর্যা, আরাধ্যাকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই মুম্বাই ছেড়েছেন তিনি। অমিতাভের মেয়ে শ্বেতা ও তার সন্তান অগস্ত্য ও নভ্যাও মলদ্বীপে গিয়েছেন পারিবারিক ছুটি কাটাতে। সঙ্গে রয়েছেন জয়াও।

বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, গোটা সপ্তাহটাই মলদ্বীপে কাটাবেন বচ্চনরা। সেখানেই কেক, ওয়াইন দিয়ে পালন হবে অমিতাভের জন্মদিন। আরাধ্যা নাকি দাদুর জন্য একটা স্পেশাল গিফট তৈরি করেছে। নিজে হাতে একটা কার্ড এঁকেছে সে। সূত্র:আনন্দবাজার

এম/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি