ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে সন্তানদের ভালোবাসায় সিক্ত শাওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ১২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:১১, ১২ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

মেহের আফরোজ শাওন। অভিনেত্রী, পরিচালক ও গায়িকা। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। আজ ১২ অক্টোবর, বৃহস্পতিবার তাঁর জন্মদিন। জন্মদিনে দুই ছেলের উপহারে সিক্ত শাওন। স্মরণ করলেন তার প্রয়াত স্বামী নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে।  

শাওন জানান, আমার ছেলেরা আমার জন্মদিনে নিজ হাতে কার্ড তৈরি করে উপহার দেয়। এবারও নিনিত কার্ড বানিয়ে আমাকে উপহার দিয়েছে। তবে নিষাদ আমাকে সারপ্রাইজড করেছে। সে আমার জন্য গলার মালা কিনে এনেছে। আমি তো রীতিমত অবাক।

জন্মদিনের প্রথম প্রহর থেকে পরিবার, ভক্ত ও সহশিল্পীদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন শাওন।

জন্মদিন প্রসঙ্গে শাওন বলেন, ‘আজ কাউকে সময় দিচ্ছি না। ছেলেদের সঙ্গে সারাবেলা সময় পার করব।

অপরদিকে, নিজের ফেসবুকে শাওন স্ট্যাটাস দিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন হুমায়ূন বিষয়ক ব্যক্তিগত স্মৃতি।

শাওন লিখেছেন :

``৬ বছর আগে হুমায়ূন আহমেদ একটা সিদ্ধান্ত নিলেন ...

আমার কনিষ্ঠ পুত্র নিনিতের বয়স তখন ছয় মাসের কিছু কম... সন্ধ্যার পর হুমায়ূন যখন তাঁর জন্য বানানো বারান্দায় বসে জোছনা দেখতেন.., তখন গান শোনানোর জন্য বারান্দায় আমার ডাক পড়ত... চার বছরের পুত্র নিষাদ আর তার শিশু ভ্রাতাকে নিয়ে ব্যস্ত আমি তাড়াহুড়া করে দুই একটা গান গেয়েই উঠে আসতাম... এরকম এক সন্ধ্যায় মন খারাপ করে হুমায়ূন সিদ্ধান্ত নিলেন- ‘নাহ্... গান শোনানোর জন্য নিষাদ নিনিতের মাতাকে তিনি আপাতত বিরক্ত (!!!) করবেন না... তাঁর কুসুমের কণ্ঠের যে গানগুলো তাঁর বারবার শুনতে ইচ্ছা করে সেগুলোকে রেকর্ড বন্দী করে ফেলবেন... এরপর আর চিন্তা কী..! সিডি প্লেয়ার অন তো গান শুরু... নিনিত-নিষাদের মাতাকে পাত্তা দেয়ারই আর প্রয়োজন নাই ...’

ভাবা মাত্রই ফোন গেল ইমন সাহার কাছে... তার সংগীতায়োজনে রবীন্দ্রনাথের প্রিয় গানগুলো রেকর্ড করতে স্টুডিওতে নিয়ে গেলেন `কুসুম`কে... স্টুডিওর বাইরে নিষাদ হুমায়ূন দৌড়ে বেড়ায়, আর নিনিত হুমায়ূন কোলে চড়ে বেড়ায় ...

গান যখন বেশ কয়েকটাই হয়ে গেল, হুমায়ূনের মাথায় তখন ভূত চাপল সে গানগুলো সব শ্রোতাদের শোনানোর জন্য... ঠিক করে ফেললেন সবার জন্য প্রকাশ করবেন সিডি আকারে... কিন্তু হলো না... সাতটি গান রেকর্ডের পর সেপ্টেম্বর ২০১১ তে কর্কট রোগের সাথে যুদ্ধ করতে আমরা চলে গেলাম ১৮ হাজার মাইল দূরে... গানগুলো পড়ে রইল বাকসোবন্দী হয়ে... মাঝে মাঝে নিউইয়র্কের ১৪৪-০১, ৯০ এভিনিউ, জ্যামাইকার বাড়ির দো’তলা থেকে সিডি প্লেয়ারে বেজে ওঠে-

`চরণ ধরিতে দিয়ো গো আমারে নিয়ো না নিয়ো না সরায়ে...`

আজ আমার জন্মদিনে `কুসুমের` গাওয়া হুমায়ূনের প্রিয় দু’টি গান সবাইকে উপহার দিলাম...

`শেষ জয়ে যেন হয় সে বিজয়ী

তোমারই কাছেতে হারিয়া...``

নিজের জন্মদিনে কুসুম (হুমায়ূন আহমেদ শাওনকে এই নামে ডাকতেন) হৃদয়ের গভীর থেকে তুলে আনলেন যে স্মৃতি, স্ট্যাটাস ও গান শেয়ারের মাধ্যমে তার অংশ করে তুললেন ভক্তদেরও।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’সহ অনেক ছবিতে অভিনয় করে  জনপ্রিয়তা পেয়েছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করছেন তিনি। শুধু নাটক নয় চলচ্চিত্রও নির্মাণ করছেন  তিনি। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ২০১৬ সালে ছবিটি মুক্তি পেয়েছিল।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি