ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৫৪, ১৩ অক্টোবর ২০১৭

অপু বিশ্বাস ভক্তদের জন্য সুখবর। জন্মদিনে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরমধ্য দিয়ে খুব শীঘ্রই পর্দায় ফিরছেন অপু। নিজের জন্মদিনে নতুন এই খবরটি দিয়েছেন সময়ের আলোচিত এই তারকা।

নিখোঁজ থাকা, প্রেম, বিয়ে, সন্তান আর সাংসারিক টানাপড়েন চলছিলো তার। তিন বছর পর নিজের ২৮তম জন্মদিনে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি ছবির অন্যতম নায়িকা অপু বিশ্বাস। আর এর মধ্যে দিয়ে তিনি নিজেও হয়তো কিছুটা স্বস্তি পেলেন ব্যক্তি জীবনে।

গত ৩ বছরে সর্বাধিক সংবাদ শিরোনামে ছিলেন এই নায়িকা। যদিও কিছু দিন আগে অপু অভিনীত বুলবুল বিশ্বাসের ছবি ‘রাজনীতি’ ছিল আলোচনায়। অপুর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল ছবিটিতে। নায়িকা হিসেবে গত তিন বছরে এটাই তাঁর একমাত্র ছবি। মনে করা হচ্ছিল শাকিব খানের সঙ্গে সাংসারিক টানাপড়েনের জন্যই অপুকে নতুন সিনেমায় কেউ সই করাচ্ছিলেন না। তবে সেই ধারণা পাল্টে গেল অপুর জন্মদিনে।

পরিচালক অপূর্ব রানা জন্মদিনের উপহার হিসেবে অপু বিশ্বাসকে সই করালেন তাঁর নতুন ছবিতে। যদিও ছবির নাম এবং নায়ক কে হবেন, তা এখনও জানা যায়নি।

অপু জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরু হচ্ছে। এখন তিনি সেই প্রস্তুতিতেই ব্যস্ত।

অপু বলেন, ‘জন্মদিনে এ ভাবে নতুন ছবির সারপ্রাইজ পাব, কল্পনাও করিনি। কী যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ছবির গল্পটা দারুণ। হিন্দু-মুসলমান প্রেমের সংঘাত নিয়ে সাজানো। দর্শকরা এই ছবিতে নতুন অপুকে খুঁজে পাবেন বলে আশা করা হচ্ছে।

 

এসএ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি