ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের নতুন নায়িকা মৌমাছি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:২৮, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এবার মৌমাছির সঙ্গে দেখা যাবে ঢালিউডের কিং খান শাকিবকে। উত্তম আকাশের পরিচালনায় ‘মামলা হামলা ঝামেলা’ নামের সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করবে মৌমাছি। মৌমাছির পুরো নাম তানহা মৌমাছি।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন নতুন এই নায়িকা।

পরিচালক সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

অপরদিকে তানহা মৌমাছি বলেন, এ ছবিতে আমি শুধু একা নায়িকা না, বিদ্যা সিনহা মিম আপুও থাকবেন। তবে কাহিনীতে মিম আপুর পাশাপাশি আমাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারই প্রথম আমি শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি। এটা নতুন অভিনেত্রী হিসেবে আমার জন্য বিরাট পাওয়া।

জানা যায়, ‘মামলা হামলা ঝামেলা’ ছবির মোট ৪টি গানের মধ্যে মিমের ঠোঁটে দু’টি ও তানহার দু’টি গান থাকবে। আর একটি আইটেম গানে বলিউডের সানি লিওনকে নেয়ার ব্যাপারে চেষ্টা চলছে।

 

এসএ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি