ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

অপুর মন ভালো করলেন সোহাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১৩ অক্টোবর ২০১৭

কিছুদিন আগে ঘটা করে ছেলের জন্মদিন পালন করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর ১১ অক্টোবর ছিলো নিজের জন্মদিন। কিন্তু তেমন কোন আয়োজনই করেননি সেদিন। মন খারাপ করে ঘরে বসে ছিলেন অপু। সেই মন খারাপের দিনে অপুকে চমকে দিলেন বন্ধু সোহাগ।

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ অপুর খুব ভালো বন্ধু। অনেক নাচের অনুষ্ঠানে দুজনকে এক সঙ্গে দেখা গেছে। অপুর জন্মদিনে সোহাগের চমক ছিলো অপুর জন্য বিশেষ উপহার।  

১১ অক্টোবর, বুধবার রাতে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ রাজধানীর নিকেতনে তাঁর বাসায় অপুর জন্মদিন উদ্‌যাপন করতে বিশেষ আয়োজন করেন। যেখানে ছিলেন তাঁর নাচের সংগঠন নৃত্যভূমির সদস্যরা আর বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।

অনুষ্ঠান আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে সোহাগ বলেন, ‘অপুর সঙ্গে আমার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। ওর বাড়ি বগুড়া আর আমার বরিশাল। কিন্তু বিভিন্ন নাচের প্রতিযোগিতায় ওর সঙ্গে আমার দেখা হয়েছে। অপু খুব ভালো নৃত্যশিল্পী। একসময় অসাধারণ কত্থক নাচ করত। নাচ করে জাতীয় পুরস্কারও পেয়েছিল। জন্মদিনের দিন দুপুরে ওর সঙ্গে যখন কথা হয়, তখন বুঝতে পারি ওর খুব মন খারাপ। বন্ধুর মন ভালো করতে আমি এই অনুষ্ঠান আয়োজন করি।’

এই অনুষ্ঠান থেকে ফেসবুক লাইভে আসেন অপু সহ অন্যরা।

অপু সবার উদ্দেশ্যে বলেন, ‘এই আয়োজন দেখে আমি অবাক হয়ে গেছি। এখানে আসার এক মুহূর্ত আগেও জানতে পারিনি, আমার জন্য কী চমক অপেক্ষা করছে। এত সুন্দর করে ওরা সাজিয়েছে, আমার মন ভরে গেছে।’

তিনি আরও বলেন, ‘আজই বুঝলাম এরাই আমার সত্যিকারের বন্ধু। কারণ আমার আজকের দিন নিয়ে অনেক সংবাদ হয়েছে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু আমি যে এতোটা সারপ্রাইসড হব তা ভাবতে পারিনি।’  

এসময় অপু ফেসবুক লাইভে গান গেয়ে শোনান।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি