ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আইটেম গানে কণ্ঠ দিলেন সালমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৩ অক্টোবর ২০১৭

‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারও/ফেসবুক, ভাইবার, ইমো আছে আরও/রঙ বেরঙের সেলফি তুলি সকাল সন্ধ্যা বেলা/আমি সেলফি কুইন কমলা।– এমনই কথায় চলচ্চিত্রের আইটেম গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী মৌসুমী আক্তার সালমা।

মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’  চলচ্চিত্রের জন্য তৈরি এই গানটি লিখেছেন লিমন আহমেদ, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন। গানটির রেকর্ডিং হয়েছে ১১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে।

গানটি নিয়ে সালমা জানান, এটি তার ক্যারিয়ারের প্রথম কোনও চলচ্চিত্রের আইটেম গান।

তার ভাষায়, ‘আমি নিজেকে সব ধরনের গানের শিল্পী হিসেবেই ভাবতে পছন্দ করি। তাই ফোক গানের বাইরেও নিজেকে তুলে ধরার চেষ্টা করি। এবারের গানটি তেমন কিছুর বার্তা বহন করবে।’

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি