ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিকুনগুনিয়ায় আক্রান্ত শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢালিউডের হিট-সুপারহিট ছবির জনপ্রিয় মুখ শাবনূর চিকুনগুনিয়ায় আক্রান্ত। দীর্ঘদিন চলচ্চিত্রে তাঁকে না দেখা গেলেও সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ নামের একটি ছবিতে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাবনূর। কিন্তু বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, সব ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লাম। এক সপ্তাহের বেশি সময় কেটে যাচ্ছে। কিন্তু জ্বর কমলেও শরীরের ব্যথা কমছে না। ডাক্তারের পরামর্শে বর্তমানে বিশ্রাম নিচ্ছি। বিছানা ছেড়ে উঠতে গেলেই সারা শরীর ব্যথা করছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছি বলে ধারণা আমার। কিছু শারীরিক টেস্ট করতে দিয়েছি। আপাতত ডাক্তারের পরামর্শে বাসাতেই বিশ্রাম নিচ্ছি।

এদিকে, কয়েকদিন আগে শাবনূর ‘এত প্রেম এত মায়া’ ছবির জন্য প্লেব্যাক করেছেন। নভেম্বরে টাঙ্গাইলে এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে শাবনূরের। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস।

অপরদিকে অভিনয়ের বাইরে পরিচালনাও করার ইচ্ছে রয়েছে তার। তবে সেটা ঘটা করেই ঘোষণা দেবেন তিনি।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি