ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

প্রেমিক প্যাটিনসন এখন বড়ই একা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:২১, ১৫ অক্টোবর ২০১৭

সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সম্পর্ক নিয়ে বেশ দুঃশ্চিন্তাতেই ছিলেন টোয়াইলাইট তারকা রবার্ট প্যাটিনসন। স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্রিটিশ সংগীত তারকা টুইগসের সাথেই মন দেয়া-নেয়া করেন রবার্ট প্যাটিনসন। সম্প্রতি প্রেমিকা এফকেএ টুইগস’কে বিয়ের সিদ্ধান্ত নিয়েও তা ভেঙে দিয়ে ছিলেন এ তারকা। গোপন খবর হচ্ছে, কিছুদিন আগে নাকি কাউকে না জানিয়েই বাগদানও করেছিলেন তারা। কিন্তু অন্য একটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে তাঁদের এই সম্পর্কের বিচ্ছেদ হয়েছে।

প্যাটিনসনের কাছের একটি সূত্র বলেন, ‘তাঁরা আলাদা হয়ে গেছেন এবং একে অপরকে একদমই সময় দিচ্ছেন না। প্যাটিনসন নাকি এই সম্পর্কে ক্লান্ত হয়ে গেছেন। কাছের বন্ধুদেরকে এমনটাই জানিয়েছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখন খুবই কঠিন। প্যাটিনসন এখন বড়ই একা। তারা দুজনেই জানেন যে তারা এখন আর জুটি নন।’

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে এফকেএ টুইগসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রবার্ট প্যাটিনসন। টুইগস এর প্রকৃত নাম তাহলিয়াহ ডেবরেট বারনেট। ২০১৫ সালে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন। তিনি মূলত ইলেক্ট্রনিক মিউজিক, ট্রিপহপ, আর অ্যান্ড বি এবং অ্যাভান্ট-গারডে ধারার গান করেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি