ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

যৌন নির্যাতন

হার্ভি ওয়াইনস্টিনকে অস্কার থেকে বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৫ অক্টোবর ২০১৭

হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে অস্কার বোর্ড থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের পর্ষদ সভায় ওই সিদ্ধান্ত হয়েছে। দুই তৃতীয়াংশের বেশি ভোটে ওয়াইনস্টিনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠায় ইতিমধ্যে ওয়াইনস্টিন বেশ বিতর্কিত হয়েছেন।

অ্যাকাডেমি অব মোশন পিকচার এক বিবৃতিতে বলেছে, ওয়াইনস্টিনকে বহিষ্কারের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা এই বার্তা দিতে চায় যে, চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানির বিষয়ে চোখ বন্ধ রাখার দিন শেষ।

তবে ওয়াইনস্টিন তার আচরণের কিছু বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করলেও দাবি করেছেন, যৌন সম্পর্কের বিষয়গুলো সম্মতির ভিত্তিতেই ঘটেছে। ধর্ষণ বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ৬৫ বছর বয়সী এই প্রভাবশালী প্রযোজক হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা।  

দ্য কিংস স্পিচ, শেক্সপিয়র ইন লাভ, পাল্প ফিকশন, গ্যাংস অব নিউইয়র্ক, ম্যালেনার মত বহু নামকরা চলচ্চিত্রের প্রযোজনা করেছেন হার্ভি ওয়াইনস্টিন।

ওয়াইনস্টিনের সিনেমা এ পর্যন্ত তিনশর বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার।

তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ওয়াইনস্টিনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত হতে হয়েছে।

 

সূত্র : বিবিসি

 

এসএ/এআর

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি