ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জন্মদিনে মাকে নিয়ে নিউইয়র্কে হাবিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৫ অক্টোবর ২০১৭

সংগীতের বরপুত্র হাবিব ওয়াহিদের জন্মদিন আজ ১৫ অক্টোবর, রোববার। জন্মদিনে নিউইয়র্কে আছেন তিনি। সেখানে মায়ের সঙ্গেই দিনটি উদযাপন করছেন হাবিব।

হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ জানান, ‘হাবিব ওর মাকে নিয়ে নিউইয়র্ক বেড়াতে গেছে। সেখানেই এবারের জন্মদিনটা কাটছে। সঙ্গে ওর ছেলেও আছে।’

তিনি আরও বলেন, `হাবিব গানের ক্ষেত্রে অনেক ভালো করেছে। সামনে আরও ভালো করবে আশা রাখি। তবে নানা কারণে ওর মনটা বিক্ষিপ্ত। সবাই হাবিবের জন্য দোয়া করবেন।’

ইতিমধ্যে পরিবার, প্রিয় মানুষ আর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন হাবিব।

উল্লেখ্য, বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি। তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমূখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন। হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সঙ্গে অনেক জনপ্রিয় গান গেয়েছেন।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি