ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোদীর সমর্থনে সারা আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এবার `I am Modi` ক্যাম্পেইনে মোদীর সমর্থনে মুখ খুললেন খোদ পাতৌদি পরিবারের সন্তান সারা আলী খান। সইফ আলি খান-অমৃতা সিং-এর কন্যা সারা নিজের টুইটার হ্যান্ডেলে #IAmModi ও #VoteForChange-এ লিখেছেন ‘প্রধানমন্ত্রীকে অবমাননার মানে ১২৫ কোটি দেশবাসীর অবমামনা। আপনি যতই অবমাননা করবেন তিনি ততই শক্তিশালী হবেন।’

একথা লেখার পাশাপাশি যাঁরা মোদীকে সমর্থন করেন তাঁদেরকে রিটুইট করতেও বলেন সারা। তাতে অবশ্য সবাই সারাকে সমর্থন জানিয়েছেন তেমনটা নয়। সেখানে কেউ সারার মতামতের পক্ষে, আবার কেউ বিপক্ষে টুইট করেছেন।

প্রসঙ্গত, দু’দিন আগেই মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন কর্ণাটকের মন্ত্রী আর রোশন বেগ। এরপরই মোদীর সমর্থনে ক্যাম্পেন  #IAmModi ও #VoteForChange শুরু করেন অনেকে। এবার সেই ক্যাম্পেনেই সামিল হলেন পাতৌদি পরিবারের সদস্যা, বলিউডের নবাগতা অভিনেত্রী সারা আলি খান।

পাশাপাশি দেশে অনুপ্রবেশ রোখার পক্ষেও টুইট করেন সারা। তাঁর কথায় ‘দিওয়ালিতে শব্দবাজি বন্ধের পরিবর্তে বাংলাদেশী ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করুন।’

তাঁর এই টুইটের সপক্ষেও মতামত জানিয়ে রিটুইট করতে বলেন।

 

সূত্র : জি নিউজ

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি