ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঞ্জাবি, লেহেঙ্গায় বিরাট-আনুষ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:০৬, ১৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সম্পর্কটা তাঁদের বহুদিনের। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সম্পর্ক নিয়ে ভক্তরা যতই চর্চা করুন না কেন, দু’জনেই কিন্তু এ বিষয়ে চুপ। কিন্তু, তাঁরা যতই চুপ থাকুন না কেন, বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। আর সেই আগ্রহের মাত্রাকে আরও একধাপ এগিয়ে দিল বিরাট, আনুষ্কার নতুন ছবি।

সম্প্রতি আনুষ্কার ফ্যান পেজের তরফে একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে বিরাটকে পাঞ্জাবি, কুর্তা এবং আনুষ্কাকে লেহেঙ্গা পরে থাকতে দেখা যায়। জানা যায়, একটি কোম্পানির হয়ে বিজ্ঞাপনেই বিরাট-আনুষ্কাকে দেখা যায় ওই পোশাকে। তবে, অনুষ্ঠান বা উপলক্ষ্য যা-ই হোক না কেন, ওই ‘লাভবার্ডসকে’ একসঙ্গে ওই রকম পোশাকে দেখে তাঁর ভক্তরা যে বেজায় খুশি হয়েছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

শুধু কি তাই, দিওয়ালির উপহার হিসেবে বিরাট-আনুষ্কার ওই ছবি তাঁদের ভক্তদের কাছে বেশ বড় পাওনা বলেই মন্তব্য করছেন অনেকে।

 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি