ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পদ্মাবতী’তে দীপিকার লেহেঙ্গা রহস্য!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এখন আলোচনার শীর্ষে। ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের জন্য এই সব আলোচনা। ইতিমধ্যে ছবিটির পোস্টার ও ট্রেলারে নজর কেড়েছেন তিনি। এবার আলোচনা হচ্ছে দীপিকার লেহেঙ্গা নিয়ে। জানা গেছে, দীপিকার লেহেঙ্গার দাম ২০ লাখ টাকা এবং ওজন ছিল ৩০ কেজি।

সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী ছবির পোশাক নিয়ে বিস্তারিত তথ্য সামনে এনেছেন সময়ের শ্রেষ্ঠ ডিজাইনার রিম্পল নারুলা। তিনি জানিয়েছেন, এই ছবির সময় প্রত্যেকবার দীপিকাকে পোশাক পরাতে, সাজাতে সময় লাগত প্রায় তিন ঘণ্টা। চুপ করে বসে থাকতেন দীপিকা। একটিবারের জন্যও অভিযোগ করেননি কোনোদিন। সব পোশাক ব্যয়সাপেক্ষ আবার ওজনদারও। হাতে তৈরি করা হয়েছে এগুলো। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা করে লেহেঙ্গা পরে থাকতে হয়েছে দীপিকাকে। যার ওজন প্রায় ৩০ কেজি।

যদিও প্রথমবার নয়। এর আগে রামলীলা ছবিতেও প্রায় একই ওজনের লেহেঙ্গা পরেছিলেন দীপিকা। আবার বাজিরাও মাস্তানিতে যে পোশাক পরে রণসাজে সজ্জিত হয়েছিলেন তার ওজনও কম ছিল না। প্রায় ২০ কেজি। তবে সেই পোশাকটি পরতে হয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য।

রংবেরঙের লেহেঙ্গার সঙ্গে গয়না পরিহিত দীপিকাকে রাজপুত রানি হিসেবে দেখানো হয়েছে।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি