ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যামেরার ফ্ল্যাশে বিরক্ত তৈমুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

যখনই ক্যামেরার ফ্ল্যাশ আসে তখনই পোজ দেয় তৈমুর। তবে এবার আর তেমনটা হলো না। ক্যামেরার সাটার পড়তেই মুখ নামিয়ে নিলো। ভাবখানা এমন, যেন এসব একেবারেই পছন্দ না ছোট্ট নবাবের।

যখন যেভাবে, যেখানেই তৈমুরের দেখা মেলে পাপারাজ্জির ক্যামেরার সাটার পড়তে থাকে অবিরাম। তৈমুরও মিটি মিটি চোখে দিব্যি পোজ দেয়। আর মা কারিনাও কখনওই পাপারাজ্জির ক্যামেরার সামনে থেকে তৈমুরের মুখ ঢাকার চেষ্টাও করেননি। তবে একবছরও বয়স হয়নি তৈমুরের এত বেশি মিডিয়ার সামনে উঠে আসা নিয়ে মা কারিনা একটু চিন্তিত।

এটা ঠিক যে, এই বয়সে এত বেশি ক্যামেরার তীক্ষ্ণ লাইট ওইটুকু চোখের পক্ষে স্ট্রেস ফেলে সেটা হয়ত অনেকেই ভুলে যান। আর তাই হয়তো এবার দিল্লি থেকে মুম্বই ফেরার পথে তৈমুরের মুখে ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল। বোঝাই গেলো পোজ দেওয়ার মুডে ছিলো না তৈমুর।

সূত্র : জি নিউজ

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি