ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

কেটকে উত্যক্ত করেছেন ওয়াইনস্টিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৭ অক্টোবর ২০১৭

আলোচিত মার্কিন প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের অপকর্ম নিয়ে এবার মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। ওয়াইনস্টিনের লোলুপ আচরণের জন্য ২০০৯ সালে অস্কার মঞ্চে তাকে ধন্যবাদ দেননি বলে জানান এই অভিনেত্রী।

এন্টারটেইনমেন্ট উইকলি জানায়, ২০০৯ সালে ‘দ্য রিডার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। পুরস্কার মঞ্চে পরিচালক ও প্রযোজকদের পাশাপাশি ছবির পরিবেশক ‘মিরাম্যাক্স ফিল্মস’-এর কর্ণধার হার্ভি ওয়াইনস্টিাইনকে ধন্যবাদ জানাতে কেটকে অনুরোধ করা হয়েছিলো। কিন্তু হার্ভির যৌন হয়রানিমূলক পূর্ব অভিজ্ঞতা থাকায় অনুরোধ নাকচ করে দেন তিনি।

সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘অস্কার পুরস্কার বিজয়ের কৃতজ্ঞতা পত্র থেকে ইচ্ছে করেই হার্ভির নাম ফেলে দিয়েছিলাম আমি। কারণ সে এমন একজন মানুষ যার কর্মকান্ড আমার পছন্দ নয়। তবে কেন তাকে আমি ধন্যবাদ জানাবো?’

কেট আরও বলেন, ‘দ্য রিডার সিনেমার শুটিংকালে হার্ভি আমাকে নানাভাবে উত্যক্ত করেছে। একটু পরপর সে আমার কাছে এসে ঘাড়ে হাত রেখে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে। এমনকি প্রতিমুহূর্তে সে আমাকে মনে করিয়ে দিয়েছে যে, তার কারণে আমি এ ছবিতে কাজের সুযোগ পেয়েছি, তার কারণেই আমি অস্কার জিতেছি।’

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি