ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সালমান শাহর মায়ের বিরুদ্ধে সামিরার মায়ের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১৭ অক্টোবর ২০১৭

অমর নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন সামিরার মা লতিফা হক লিও। লতিফা সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার মা। গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এ মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ ৫ কোটি- মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে।

মানহানির এ মামলা প্রসঙ্গে সামিরার মা লতিফা হক গণমাধ্যমকে বলেন, ‘নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি হচ্ছে। আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলাটি করতে হলো।’

এদিকে এ মামলার শুনানি হবে আগামী ৩০ অক্টোবর। চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদের বাদি-বিবাদী দু-পক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

/ কে আই /এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি