ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

ইউটিউবে ভব’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কার্টেসি’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৮ অক্টোবর ২০১৭

ইউটিউবে শতাব্দী ভব’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কার্টেসি’ প্রকাশ পেয়েছে। একটি গ্রন্থের জন্ম কীভাবে হয়? সচিত্র সে গল্প উঠে এসেছে কার্টেসি নামের শর্টফিল্মে।  

ভব একজন লেখক-কবি ও কণ্ঠশিল্পী। সব ছাপিয়ে এবার তিনি নির্মাতা। এতদিনে ব্র্যাকেটে ভব সিগার নাম নিয়ে বেশ ভালোভাবেই কণ্ঠশিল্পী হয়ে বিভিন্নস্থানে গানের অনুষ্ঠান করে বেড়াচ্ছিলেন। বেশকিছু গান অডিও কোম্পানি থেকে বেরিয়েছে। জনপ্রিয়ও হয়েছে তাঁর গান।

শতাব্দী ভব`র কার্টেসিতে নিঃশব্দে একটি গল্প বলা হয়েছে। দর্শক হৃদয়ে যে গোপন তৃষ্ণা থাকে তা কার্টেসি দ্বারা কিছুটা মিটবে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এতে শতাব্দী ভব নিজেও অভিনয় করেছেন। এ ছাড়াও শিল্পী চারু পিন্টু, আমিন লুৎফুল, মাহমুদুল হাসান মাসুম, রাশেদ সাগর, কবি মুনির হাসান অভিনয় করেছেন। সংগীতায়োজন করেছেন নমন এবং ক্যামেরায় ছিলেন রাশেদ রানা।

 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র `কার্টেসি` দেখতে ক্লিক করুন নিচের লিংকে

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি